Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

লক্ষ্মীপুর করেসপন্ডেন্ট:

লক্ষ্মীপুরের রামগতিতে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার রামদয়াল বাজার এলাকায় আলেকজান্ডার-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে৷

নিহতরা হলেন, আরিফ হোসেন ও মমিন উল্যা। আরিফ উপজেলার চর আলগী গ্রামের মো. সেলিমের ছেলে এবং মমিন একই এলাকার মনির হোসেনের সন্তান।

পুলিশ জানায়, তারা দু’জন মোটরসাইকেলে করে আলেকজান্ডার বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান।

রামগতি থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

/এনকে

Exit mobile version