Site icon Jamuna Television

সিরাজগঞ্জে চার হাজার পিস ইয়াবাসহ আটক ২

সিনিয়র করেসপনডেন্ট, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যাক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় পুলিশ বক্সের সামনের চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পাবনা জেলার বেড়া থানার বকচর গ্রামের মো. মজনু প্রামাণিকের ছেলে মো. সোহাগ প্রামাণিক (২৬) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার কাটাবনিয়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. আব্দুল মোনাফ (৩৬)।

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ওসি মো. জুলহাজ উদ্দীন বলেন, বিকেলে ওই চেকপোস্টে চট্টগ্রাম থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস বাসে তল্লাশি করা হয়। এ সময় ৪ হাজার পিস ইয়াবাসহ ওই দুই ব্যাক্তিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এএস/

Exit mobile version