Site icon Jamuna Television

শতাধিক বন্দি পাখি পাখা মেললো মুক্ত আকাশে

স্টাফ করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের গুরুদাসপুরে শিকারির হাতে বন্দি শতাধিক পাখি অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার হাজিরহাট এলাকা থেকে পাখিগুলো উদ্ধার করে জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।

পরে পাখিগুলো মুক্ত আকাশে অবমুক্ত করেন গুরুদাসপুর জীববৈচিত্র রক্ষা কমিটির সভাপতি আইনজীবী এস এম শহিদুল ইসলাম সোহেল ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান।

তারা জানান, স্থানীয়দের কাছ থেকে পাখি শিকারের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। তাদের দেখে পাখিসহ দুটি খাঁচা ও জাল ফেলে পালিয়ে যায় শিকারিরা। উদ্ধার হয় সাদা বক, মাছরাঙা, ভারই, ঘুঘু, বালিহাঁস, রাতচোঁরা’সহ বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক পাখি।

পাখি শিকার বন্ধে তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান পরিবেশকর্মীরা। সংগঠনটি চলনবিল এলাকায় জীববৈচিত্র্য রক্ষা ও পাখি শিকার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।

এএস/এনকে

Exit mobile version