Site icon Jamuna Television

বিকালে গুলিস্তানে জাতীয় ঐক্য প্রক্রিয়া’র সমাবেশ, যোগ দিচ্ছেন মির্জা ফখরুল

আজ শনিবার বিকাল ৩টায় রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে হবে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নাগরিক সমাবেশ। কার্যকর গণতন্ত্র, নিরপেক্ষ নির্বাচন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই এ সমাবেশের লক্ষ্য।

সমাবেশে যোগ দিতে এরইমধ্যে নেতা-কর্মীরা জমায়েত হতে শুরু করেছেন। জাতীয় ঐক্য প্রক্রিয়া’র এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চেয়ারম্যান ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

সভাপতিত্ব করার কথা রয়েছে জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেনের। এই নাগরিক সমাবেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল অংশ নেবে বলে জানিয়েছে কয়েকটি সূত্র।

Exit mobile version