Site icon Jamuna Television

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চায় বেলজিয়াম

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার কথা ভাবছে বেলজিয়াম, এ কথা জানালেন দেশটির উন্নয়ন ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী ক্যারোলিন গেনেজ। খবর আল জাজিরার।

তিনি বলেছেন, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে চায় বেলজিয়াম। এরই মধ্যে বিষয়টি বিবেচনা শুরু করেছে সরকার।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ক্যারোলিন গেনেজ বলেন, দীর্ঘমেয়াদি শান্তির জন্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধান প্রয়োজন। এ কারণেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার কথা ভাবছে সরকার।

/আরএইচ/এমএন

Exit mobile version