Site icon Jamuna Television

টস হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত পাকিস্তানের, ব্যাটিংয়ে ইংল্যান্ড

বিশ্বকাপের ৩৭তম ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার। গ্রুপপর্বে নিজেদের নবম ও শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে এই দু’দল। টস হেরে সেমিফাইনালের লড়াই ও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান।

শনিবার (১১ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে ম্যাচটি। দিনের দ্বিতীয় এই ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।

এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ইংল্যান্ড। তবে একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে পাকিস্তান। হাসান আলীর পরিবর্তে খেলবেন শাদাব খান।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে এই ম্যাচ জিততে হবে ইংলিশদের। তবে হারলেও খেলত পারবে তারা। সেক্ষেত্রে মেলাতে হবে সমীকরণ।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডাউইদ মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), হ্যারি ব্রুক, মঈন আলী, গাস অ্যাটকিনসন, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, আঘা সালমান, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।

/এমএইচ

Exit mobile version