Site icon Jamuna Television

‘আইনগত ভিত্তি পেলেই জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম’

আইনগত ভিত্তি পেলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সিইসি বলেন, ইভিএম জোরপূর্বক চাপিয়ে দেয়া যাবে না। নিখুঁতভাবে যতটুকু ব্যবহার সম্ভব, ততটুকুই করা হবে। কোনো ধরনের ত্রুটি থাকলে ইভিএম ব্যবহার করা হবে না।

রাজনৈতিক দলের নেতাদের ইভিএম সম্পর্কে ভালোভাবে জানার পরামর্শ দিয়ে সিইসি বলেন, ধীরে ধীরে আধুনিক প্রযুক্তির দিকে ধাবিত হতে হবে। সরে আসতে হবে ম্যানুয়াল পদ্ধতি থেকে।

Exit mobile version