Site icon Jamuna Television

চার ব্যাটারের ২ জনই রান আউট!

চার উইকেটের মধ্যে দুটোই রান আউট! তাও আবার দুই সেট ব্যাটার। অধিনায়ক শান্ত’র রান আউটের পরে এবার কপাল পুড়লো মাহমুদউল্লাহর।

ইনিংসের ২৮তম ওভার। ভালোই এগুচ্ছিলো শান্ত ও হৃদয় জুটি। তবে তাদের ৬৩ রানের জুটিতে আঘাত হানে রান আউট। শন অ্যাবটের বলে এগিয়ে এসে স্কয়ার লেগে পুল খেলেন শান্ত। সেখানে ফিল্ডিংয়ে ছিলেন লাবুশানে। এক রান নিতে পারলেও দ্বিতীয় রান নিতে গিয়ে ঘটে বিপত্তি। লাবুশেনের থ্রো’তে এই প্রান্তের উইকেট ভেঙে দেন উইকেটরক্ষক জশ ইংলিশ। ৬ চারের মাধ্যমে ৫৭ বলে ৪৫ রান করে ফেরেন টাইগার অধিনায়ক।

ইনিংসের ৩৬ তম ওভার। স্ট্রাইকে হৃদয়। জশ হ্যাজলউডের বলটি কভারে ঠেলেই রানের সিগন্যাল দেন তিনি। অপরপ্রান্তে থাকা মাহমুদউল্লাহও তার ডাকে সাড়া দিয়ে দৌড় দেন। তবে বল চলে গিয়েছিল আবারও লাবুশেনের হাতে। বাতাসে উড়ে ডিরেক্ট থ্রোতে উইকেট ভেঙে দেন তিনি। আউট হয়ে যান রিয়াদ।

এরই মাধ্যমে হয়তো বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন মাহমুদউল্লাহ। যদি তাই হয়, তাহলে ৩ ছক্কা ও ১ চারের মাধ্যমে ২৮ বলে ৩২ রানেই শেষ হলো মাহমুদউল্লাহর বিশ্বকাপ মিশন।

/এমএইচ

Exit mobile version