Site icon Jamuna Television

শরীয়তপুরে আগুনে পুড়লো ১১ দোকান

স্টাফ করেসপনডেন্ট, শরীয়তপুর:

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে গেছে ১১টি দোকান। শুক্রবার (১০ নভেম্বর) মধ্যরাতে উপজেলার ঘড়িসার বাংলা বাজারে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়িদের।

ফায়ার সার্ভিস জানায়, রাত আড়াইটার দিকে বাজারের মোকলেছ মোল্লার গোডাউন থেকে নসিমনে পেট্রোল তোলার সময় হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। পরে নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, শনিবার (১১ নভেম্বর) সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম। এ সময় তিনি ক্ষতিগ্রস্থদের সরকারিভাবে সহযোগিতার আশ্বাস দেন।

/আরএইচ/এনকে

Exit mobile version