Site icon Jamuna Television

ট্রাকের ধাক্কায় ছিটকে নিহত বাবা-মা, বেঁচে রইলো শিশু তাহরিন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় ছিটকে পড়ে ট্রাক চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা সন্তান আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) রাতে উপজেলার কাঞ্চন-রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে স্ত্রী তাহমিনা ও কন্যা তাহরিনকে নিয়ে পূর্বাচলে বেড়াতে আসে নাজমুল ইসলাম। বাড়ি ফেরার পথে গঙ্গানগর এলাকায় একটি প্রাইভেটকার তাদের ওভারটেক করার সময় ধাক্কা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান নাজমুল ও তাহমিনা।

এটিএম/

Exit mobile version