Site icon Jamuna Television

‘সড়ক পরিবহন আইনে যাত্রীদের স্বার্থ দেখা হয়নি’

সদ্য অনুমোদিত সড়ক পরিবহন আইন, মালিক-শ্রমিকদের দাবি দাওয়ার দলিলে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি।

দুপুরে মুক্তি ভবনে সড়ক পরিবহন আইন-২০১৮ এর যাত্রী ও নাগরিক সমাজের প্রতিক্রিয়া বিষয়ে সংবাদ সম্মেলন করেন মহাসচিব মোজাম্মেল হক।

মহাসচিব  বলেন, আইন প্রণয়নে সরকারের অংশীদার প্রভাবশালী পরিবহন মালিক-শ্রমিক সংগঠন জড়িত থাকায় যাত্রীদের স্বার্থ দেখা হয়নি। যাত্রী সাধারণের প্রতিনিধিত্ব না রেখে সংসদে অনুমোদিত এই আইনে পরিবহন খাতে সরকারের অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। গণপরিবহনের নানা অনিয়ম, দুর্নীতি বন্ধ, বিআরটিএ ও ট্রাফিক বিভাগকে দুর্নীতিমুক্ত করার কোন নির্দেশনা নেই বলেও দাবি করা হয়।

গণপরিবহনে বিরাজমান সমস্যা সমাধানে নতুন আইন যথাযথ ভূমিকা রাখতে পারবে না বলে মনে করে যাত্রী কল্যাণ সমিতি।

Exit mobile version