Site icon Jamuna Television

শুরুতেই হেডকে ফেরালেন তাসকিন

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের নবম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাওহিদ হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ের ওপর ভর করে ৩০৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। লখ্য তাড়া করতে নেমে শুরুতেই ট্রাভিস হেডের উইকেট হারায় অজিরা। ফর্মের তুঙ্গে থাকা এ বাঁহাতি ব্যাটারকে বোল্ড করেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

শনিবার (১১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া ৩০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে সতর্ক সূচনা করে অস্ট্রেলিয়া। যদিও বেশীক্ষণ তাদের স্থায়ী হতে দেননি টাইগার পেসার তাসকিন আহমেদ। নিজের দ্বিতীয় ওভারে মারকুটে ব্যাটার ট্রাভিস হেডকে ইনসাইড এজে বোল্ড করে বিদায় করেন তাসকিন। তার ব্যাক অব দ্যা লেন্থ ডেলিভারিটি হেডের ব্যাটে লেগে স্টাম্পে আঘাত করে। ফেরার আগে ১১ বলে ১০ রান করেন অজি এই ওপেনার।

/আরআইএম

Exit mobile version