Site icon Jamuna Television

খুব শিগগিরই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনা হবে: প্রধানমন্ত্রী

খুব শিগগিরই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ নভেম্বর) দুপুরে মহেশখালীর মাতারবাড়ীতে আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়ে তিনি এ কথা জানান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের কারণে আমাদের মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে। যুদ্ধের কারণে রাশিয়া-ইউক্রেনের বিভিন্ন নিষেধাজ্ঞার কারণেই দ্রব্যমূল্য বেড়েছে। তবে খুব শিগগিরই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনা হবে।

তিনি আরও বলেন, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দেয়ার ওয়াদা করেছি। সেটা বাস্তবায়ন করেছি। মানুষ যেনো সুন্দরভাবে জীবনযাপন করেন সেটাই আমি চাই। দেশের মানুষ শান্তিতে থাক সেটাই আমাদের লক্ষ্য।

আওয়ামী লীগ মানুষের উন্নয়নে কাজ করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একটা দল আছে যারা মানুষের সম্পদ লুটে খায়। মানুষের কল্যাণে কাজ করে না। ১৫ বছর আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ অনেক তফাৎ। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আমরা ক্ষমতায় এসেছি জনগণের ভোটে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই উন্নয়ন হয়।

/এসজেড/এমএন

Exit mobile version