Site icon Jamuna Television

গোবিন্দগঞ্জে বালুবোঝাই ট্রলির চাপায় শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুবোঝাই শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির নিচে চাপা পড়ে আলিফ মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২২ সেপ্টটেম্বর) ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ বোয়ালিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
আলিফ গোবিন্দগঞ্জ পৌর এলাকার বোয়ালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়কের পাশে মায়ের কোলে বসে ছিল শিশু আলিফ। এসময় বালুবোঝাই একটি ট্রলি চাপা দিলে ঘটনাস্থলেই শিশু অালিফের মৃৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহায়তায় ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে ঘটনার সময় চালক ও তার সহকারী পালিয়ে যায়। এ  ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
Exit mobile version