Site icon Jamuna Television

পায়েলের নতুন পোস্ট কি শামিকে ঘিরে?

মুহাম্মদ শামি ও পায়েল ঘোষ। ছবি: হিন্দুস্তান টাইমস।

চলতি বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা মুহাম্মদ শামি। এখন পর্যন্ত ১৬টি উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। তার পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়ে এরইমধ্যে তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন অভিনেত্রী ও রাজনীতিবিদ পায়েল ঘোষ। এবার আলোচনায় তার নতুন টুইট।

পায়েল এবার লিখেছেন, ‘তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে আমার মন’। হিন্দুস্তান টাইমসের খবর, অভিনেত্রীর পোস্টগুলো নাকি শামি’কে উদ্দেশ্য করে লেখা। তবে অভিনেত্রী সোস্যাল মিডিয়ায় এ বিষয়ে কিছু পরিষ্কার করেন নি।

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি পোস্টে পায়েল লিখেছিলেন, শামি, তুমি নিজের ইংরেজিটা একটু শুধরে নাও। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। তখন থেকেই শামি-পায়েলের প্রেমর গুঞ্জন আরও ছড়িয়ে পড়ে।

পায়েল ঘোষের এমন টুইটের পর অবশ্য ভক্তরাও থেমে নেই। দু-একজন এই অভিনেত্রীকে আহ্বান জানিয়েছেন শামিকে ছেড়ে দিয়ে তাদের কাছে চলে যাওয়ার।

এদিকে, সম্প্রতি ক্রিকেটার শামির সাবেক স্ত্রী হাসিন জাহানের একটি মন্তব্যও বেশ আলোচনার জন্ম দিয়েছে। তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রতি শুভকামনা জানালেও সেই তালিকায় রাখেননি শামির নাম।

/এআই

Exit mobile version