Site icon Jamuna Television

খাগড়াছড়িতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে সুজন ত্রিপুরা নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ নভেম্বর) বেলা পৌর এলাকার ৯ নং ওয়ার্ড স্বপ্নমোহন কার্বারী পাড়ার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম নাম সুজন ত্রিপুরা (২৮)। তিনি মাটিরাঙ্গা উপজেলার ৪ নং তবলছড়ি ইউনিয়নের বাসিন্দা। পেশায় সুজন একজন অটোরিকশা চালক বলে জানা গেছে।

পুলিশ জানায়, বটতলী এলাকায় স্থানীয় একটি ইটভাটার রাস্তার মোড়ে লাশটি পড়ে থাকতে দেখে এলাকবাসী পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মৃতদেহটি উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় পুলিশ। নিহতের গলা ও মুখে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলেও জানানো হয়েছে।

এ নিয়ে সদর থানার ওসি মো. তানভির হাসান জানান, কে বা কারা কী কারণে খুন করেছে প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।

এসজেড/

Exit mobile version