Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ায় ফিলিস্তিন-ইহুদি সমর্থকদের ব্যাপক সংঘর্ষ

গাজার সংঘাতের প্রভাব এখন ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। এরই জেরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ফিলিস্তিন ও ইসরায়েলের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর দ্য গার্ডিয়ানের।

শুক্রবার (১০ নভেম্বর) রাতে ফিলিস্তিনি এক ব্যক্তির মালিকানাধীন রেস্তোরায় হঠাৎ আগুন লেগে যায়। এরপরই মূলত ছড়িয়ে পড়ে উত্তেজনা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ইহুদিদের দিকেই অভিযোগের আঙ্গুল ওঠে।

এর জেরে ওদিন রাতেই ইহুদি উপাসনালয় সিনাগগের বাইরে জড়ো হয় বহু ফিলিস্তিনি। সেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে শুরু হয় হাতাহাতি। ইহুদি ও ফিলিস্তিনি সমর্থকরা পরস্পরের দিকে বোতল ছুড়ে মারতে থাকেন। রাতভরই চলে এই সংঘাত।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে এ ঘটনার ভিডিও ফুটেজ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এসজেড/

Exit mobile version