Site icon Jamuna Television

রাজধানীতে আরও দুটি বাসে আগুন

রাজধানীতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়লো আরও দুটি যাত্রীবাহী বাস। শনিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাবতলী বাস স্ট্যান্ড এবং নটরডেম কলেজের সামনে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার রাত ৮টা ২০ মিনিটে নটরডেম কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট। পরে ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে রাত সাড়ে ৮টার দিকে গাবতলী বাস স্ট্যান্ডের সামনে আগুন দেয়া হয় আরও একটি যাত্রীবাহী বাসে। পরে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এ দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এসজেড/

Exit mobile version