Site icon Jamuna Television

গাজার আল শিফা হাসপাতালে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, ২ শিশুর মৃত্যু

জ্বালানি সংকটে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। ভেন্টিলেশন বন্ধ হয়ে মৃত্যু হয়েছে দুই শিশুর। শনিবার (১১ নভেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা। খবর রয়টার্সের।

মৃত্যুঝুঁকিতে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) থাকা আরও ৩৭ শিশু। এর মধ্যেই গাজায় বোমা-হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।

আল শিফার পরিচালক জানান, হাসপাতাল থেকে কেউ বের হতে চাইলেই হামলার শিকার হচ্ছেন। চারদিকে ঘিরে রেখেছে ইহুদি বাহিনীর ট্যাংক বহর।

অবশ্য, উপত্যকার সবচেয়ে বড় হাসপাতালে আগ্রাসনের দায় অস্বীকার করেছে তেল আবিব। গত মাসে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলাকারী হামাস গোষ্ঠী শিফা হাসপাতালের নিচে থেকে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। এ কারণে হাসপাতালগুলো সামরিক লক্ষ্যে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে দাবি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর। 

হামলার শিকার গাজার অন্যান্য চিকিৎসা কেন্দ্রগুলোও। স্বেচ্ছাসেবী সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার্স জানায়, অবিরাম বোমাবর্ষণ হচ্ছে হাসপাতালগুলোয়। আল শিফা হাসপাতালের রোগী ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত চিন্তিত বলেও জানিয়েছে তারা।

/এমএইচ 

Exit mobile version