Site icon Jamuna Television

১০ ঘণ্টায় ৯ আগুন

অবরোধের পূর্বের ১০ ঘণ্টায় সারাদেশে বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা থেকে রোববার (১২ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক মোট ৯টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, গত ১০ ঘণ্টায় ঢাকা শহরের ৭ জায়গায়, গাজীপুরে ১টি ও বরিশালে ১টি আগুনের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৮টি বাস ও ১টি পিকআপ পুড়ে যায়।

ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, এ অগ্নিকাণ্ড নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ১৯টি ইউনিট ও ১৯৩ জন জনবল কাজ করেছে।

ঢাকা সিটির মধ্যে, নটরডেম কলেজের সামনে লাল সবুজ নামে ১টি বাসে আগুন, গাবতলী বাস স্ট্যান্ডের সামনে ১টি বাসে আগুন, গুলিস্তানের স্কয়ার মার্কেটের সামনে ১টি বাসে, যাত্রাবাড়ী চৌরাস্তায় ১টি বাসে, মিরপুরের কাফরুল থানার সামনে ১টি বাসে, সূত্রাপুরে ১টি বাসে ও রূপনগর থানার সামনে ১টি বাসে আগুন দেয়া হয়েছে।

এছাড়া ঢাকা সিটির বাহিরে, বরিশালের বিভাগীয় পুলিশ কার্যালয়ের সামনে ১টি বাসে ও গাজীপুরের জুগিতলায় ১টি পিকআপে আগুন দেয়া হয়েছে।

/এমএইচ

Exit mobile version