Site icon Jamuna Television

জামায়াত নিয়ে আপিল শুনানি আজ

ফাইল ছবি।

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি আজ।

গত ৬ নভেম্বর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এ দিন ধার্য করেন। আছে আপিল বিভাগের কার্য-যতালিকার শুরুর দিকেই। তবে জামায়াতে ইসলামীর আইনজীবীরা জানিয়েছেন প্রস্তুতির জন্য আরও ৮ সপ্তাহ সময় চাইবেন তারা। গত ১ আগস্ট দল হিসেবে জামায়াতে ইসলামীকে দেওয়া নির্বাচন কমিশনের নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলে পক্ষভুক্তের আবেদন করেছিলেন সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধাসহ জামায়াতের সমর্থক ৪৭ নাগরিক।

জামায়াতের বিরুদ্ধে হাইকোর্টে রিটকারী মাওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ তিন জন হাইকোর্ট বিভাগের রায়ে নিবন্ধন অবৈধ করার বিরুদ্ধে লিভ টু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক সভা, জনসভা বা মিছিলের ওপর নিষেধাজ্ঞা এবং ১০ বছর পর রাজনৈতিক কর্মসূচি পালন করে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি করায় আদালত অবমাননার অভিযোগ এনে পৃথক একটি আবেদন করাও হয়েছিল।

এটিএম/

Exit mobile version