Site icon Jamuna Television

১৬০টি ইসরায়েলি স্থাপনা ধ্বংসের দাবি হামাসের

অস্ত্র হাতে হামাস যোদ্ধাদের একটি চিত্র। ছবি: আনাদুলু এজেন্সি।

শক্তিশালী ইসরায়েলি বাহিনীকে মারাত্মক চাপে রেখেছে হামাস। এমন দাবি সংগঠনটির সামরিক শাখা কাশেম ব্রিগেডের। রোববার (১২ নভেম্বর) তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি এ খবর জানায়।

এক বিবৃতিতে হামাসের কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা জানান, স্থল অভিযান শুরুর পর ইহুদি সেনাদের ১৬০টির বেশি যান ধ্বংস করেছি। গত ৪৮ ঘণ্টায় ধ্বংস করেছি ২৫ টির বেশি সামরিক যান । লড়াইটা অসম হতে পারে। তবে এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আতঙ্কে আর চাপে পড়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, শনিবার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের নতুন ভিডিও প্রকাশ করে কাশেম ব্রিগেড। গাজায় ইহুদি বাহিনীর সামরিক যান লক্ষ্য করে হামলার দৃশ্য ধরা পড়ে এতে। বডিক্যামে ধারণকৃত ফুটেজে দেখা যায়, হামাস যোদ্ধাদের ছোঁড়া গোলার আঘাতে ইসরায়েলের ট্যাংক ধ্বংসের চিত্র।

/এআই

Exit mobile version