Site icon Jamuna Television

জামায়াতের নিবন্ধন বাতিলের আপিল শুনানি পেছালো

ফাইল ছবি।

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের আপিল শুনানি এক সপ্তাহ পিছিয়েছে। নতুন তারিখ ১৯ নভেম্বর ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার (১২ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ সদস্যর বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।

এছাড়া রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিলের পর জামায়াতের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানিও একইদিন (১৯ নভেম্বর) নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

১০ বছর আগে উচ্চ আদালতের রায়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষিত হয়। ঘোষিত ঐ রায়ের বিরুদ্ধে তখনই আপিল করে দলটি। এখন ওই আপিলটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।

এদিকে, আপিল বিভাগে বিচারাধীন থাকাবস্থায় গত ১০ জুন ঢাকায় সমাবেশ করে জামায়াতে ইসলামী। এ সমাবেশে আপত্তি জানায় জামায়াতের নিবন্ধন বাতিলের রিটকারী।

/এনকে

Exit mobile version