Site icon Jamuna Television

ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে লন্ডনে ৩ লক্ষাধিক মানুষের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে উত্তাল যুক্তরাজ্য। ইসরায়েলবিরোধী স্লোগানে প্রকম্পিত লন্ডনের রাজপথ। শনিবার (১১ নভেম্বর) দেশটির রাজধানী লন্ডনে জড়ো হন ৩ লাখের বেশি বিক্ষোভকারী। খবর রয়টার্সের।

বিক্ষোভকারীরা মাথায় কিফায়াহ বেঁধে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে রাস্তায় নামেন। এ সময় দ্রুত অস্ত্রবিরতি কার্যকরের দাবি জানান তারা।

এদিকে, বিক্ষোভস্থলে ২ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন ছিল। বিক্ষোভকারীদের মিছিলটি সেন্ট্রাল লন্ডনের সিনোটাফ এলাকায় পৌঁছালে তাদের থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।

পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা তাদেরকে লক্ষ্য করে আতশবাজি ছুঁড়েছে। অন্যদিকে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান বিক্ষোভ সমাবেশকে ঘৃণাত্মক বলে আখ্যা দিয়েছেন।

গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে যুক্তরাজ্যে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। শনিবারের আগেও দেশটির রাস্তায় লাখো মানুষ বিক্ষোভ করেছেন।

আরএইচ/এনকে

Exit mobile version