Site icon Jamuna Television

ইমরান কাদির জেসিআই বাংলাদেশের সভাপতি নির্বাচিত

তরুণদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছেন ইমরান কাদির। শনিবার (১২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সংগঠনটির সাধারণ সভা ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে সভাপতিসহ কার্যনির্বাহী সদস্যদের নির্বাচন করা হয়।

নির্বাচনে কমিশনের দায়িত্ব পালন করেন জেসিআই বাংলাদেশের সদ্য সাবেক সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট।

নির্বাচিত হওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান ইমরান কাদির। বলেন, আমার লক্ষ্য থাকবে সংগঠনের পরিধি বিস্তৃত করা। জাতীয় পর্যায়ে তরুণ উদ্যোক্তাদের জন্য সুযোগ সৃষ্টি এবং বহির্বিশ্বে দেশের তরুণদের কর্মসংস্থান এবং ব্যবসার সুযোগ সৃষ্টি করতে কাজ করবো।

মানসিক স্বাস্থ্য, দারিদ্র বিমোচন, বৃক্ষরোপন, পরিবেশ রক্ষা, নারীর ক্ষমতায়নসহ নানা সামাজিক ও সেবামূলক প্রকল্পেও অবদান রাখবেন বলেও জানা ইমরান কাদির।

জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সিদের একটি সংগঠন। এর সদর দফতর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে। জেসিআই’র ১২০টির বেশি দেশে কার্যক্রম রয়েছে। সারাবিশ্বে সদস্য ২ লাখের বেশি।

/এনকে

Exit mobile version