Site icon Jamuna Television

স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপে তাৎক্ষণিকভাবে ভোটের হার জানা যাবে: সিইসি

স্মার্ট ইলেকশন অ্যাপে মাঠ পর্যায় থেকে তথ্য আপলোড করবেন প্রিজাইডিং অফিসাররা। সেখান থেকে অনলাইনে কেন্দ্র ও ভোট পড়ার শতাংশ দেখতে পাবে জনগণ। এতে, স্বচ্ছ ও জবাবদিহিতা বাড়বে। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

রোববার (১১ নভেম্বর) সকালে নির্বাচন কমিশনে অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম ও স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অ্যাপটির মাধ্যমে ঘরে বসেই মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। ভোটাররা জানতে পারবেন প্রার্থীর সকল তথ্য। এর ফলে নির্বাচনে শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করছে ইসি।

এ প্রসঙ্গে সিইসি বলেন, নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে শোডাউন হয়। এতে আচরণবিধিও ভঙ্গ হয়। অনেক সময় তা সংঘাতেও রূপ নেয়। তিনি মনে করেন, অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়ার পদ্ধতির মধ্য দিয়ে এ ধরনের আইনবহির্ভূত কর্মকাণ্ড কমে আসতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে নিবন্ধিত ৪৪টির মধ্যে ১৯টি রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এসজেড/

Exit mobile version