Site icon Jamuna Television

‘আইভিআই’এর বোর্ড অব ট্রাস্টির মেম্বার অধ্যাপক এহসানুল কবির জগলুল

আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের (আইভিআই) বোর্ড অব ট্রাস্টির মেম্বার নির্বাচিত হয়েছেন এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের এমডি ও সিইও অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল। গত ৩১ অক্টোবর এ নিয়োগের খবর জানানো হয় গ্লোবাল কাউন্সিলের মহাপরিচালক জেরোম এইচ কিম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে।

পত্রে বলা হয়, ডা. এহসানুল কবির জগলুলকে ‘বোর্ড অব ট্রাস্টি’ হিসেবে নির্বাচিত করা হয়েছে। বোর্ডে গ্লোবাল কাউন্সিল ও বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করবেন তিনি। ৮ নভেম্বর তার অ্যাপয়েন্টমেন্ট শুরু হয়েছে সিউলের বোর্ড সভায়। তিন বছরের মেয়াদ এই বোর্ড সভার।

২০১৪ সাল থেকে সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. এহসানুল কবির জগলুল। বাংলাদেশ ডার্মাটোলজি অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) পরিচালনা পরিষদের নির্বাহী সদস্যও তিনি।

/এএম

Exit mobile version