Site icon Jamuna Television

ভিয়েতনামের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াংয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রেসিডেন্ট দাই কুয়াংয়ের মৃত্যু ভিয়েতনামের জনগণ ও সরকারের জন্য এক অপূরণীয় ক্ষতি। রাষ্ট্রপতি ভিয়েতনামের জনগণের প্রতিও গভীর সহানুভূতি প্রকাশ করেন।

শোক বার্তায় আবদুল হামিদ, দাই কুয়াংয়ের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

গুরুতর অসুস্থতায় ভোগার পর ২১ সেপ্টেম্বর (শুক্রবার) ৬১ বছর বয়সে সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং। ২০১৬ সাল থেকে দায়িত্বপালন করছিলেন ত্রান দাই।

চলতি বছর ৪ মার্চ তিনদিনের সফরে বাংলাদেশে আসেন ত্রান। ৫ মার্চ মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। গত ১৪ বছরে এটিই ছিল ভিয়েতনামের কোনও প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version