Site icon Jamuna Television

বিএনপি-ড. কামাল-বি চৌধুরীরা নির্বাচন চান না : ইনু

বগুড়া ব্যুরো

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ড. কামাল হোসেনরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে জামায়াতকে এদেশের রাজনীতিতে আবারো প্রতিষ্ঠার প্রকল্প নিয়ে মাঠে নেমেছেন। তারা আসলে গণতন্ত্রও চান না, নির্বাচনও চান না। তারা চান অস্বাভাবিক সরকার। শনিবার বিকেলে বগুড়ায় জাসদ আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

শহরের শহীদ খোকন পৌরপার্কে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইনু বলেন, বিএনপি পাকিস্তানের দালাল। তারা রাজাকার ও জঙ্গি উৎপাদন করে দেশকে পাকিস্তান বানাতে চায়। আর তাদের পাতা ফাঁদে পা দিয়েছেন ড. কামাল-বি চৌধুরীরা।

জনসভা থেকে আগামী সংসদ নির্বাচনে বগুড়ার সদর আসনে ইমদাদুল হককে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন জাসদ সভাপতি।

Exit mobile version