Site icon Jamuna Television

ইসরায়েলের পাঠানো জ্বালানি প্রত্যাখান হামাসের!

আল শিফা হাসপাতালে ৩শ’ লিটার জ্বালানি পাঠিয়েছে ইসরায়েল। তবে হামাসের বাধার কারণে তা সরবরাহ করা সম্ভব হয়নি- এমন অভিযোগ করেছে তেল আবিব।

এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, রোববার রাতে আল শিফা হাসপাতালের কাছাকাছি পৌঁছে দেয়া হয় জ্বালানি। একটি ভিডিও ফুটেজও প্রকাশ করে তারা। যেখানে ইহুদি সেনাদের কন্টেইনার পরিবহনের চিত্র দেখা যায়। যদিও ভিডিও ধরনের স্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, জ্বালানি সরবরাহ হলে চালু করা যেতো হাসপাতালের ইনকিউবেটর। তার অভিযোগ, আল শিফা হাসপাতাল থেকে শিশুদের নিরাপদে সরিয়ে নেয়ার উদ্যোগও বাধাগ্রস্ত হচ্ছে হামাসের কর্মকাণ্ডে।

এটিএম/

Exit mobile version