Site icon Jamuna Television

গাজীপুরে নিখোঁজের দুইদিন পর মিললো শিশুর পলিথিনে মোড়ানো মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুরের কোনাবাড়ীতে নিখোঁজের দুইদিন পর মো. বাইজিদ হোসেন (৬) নামে এক শিশুর পলিথিনে মোড়ানো মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) ভোর বাড়ির সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে কোনাবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জুলহাস এবং মামুন নামে বাড়ির দুই প্রহরীকে আটক করা হয়েছে। 

নিহত বাইজিদ হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালি থানার বানিয়াপাড়া গ্রামের খালেদ মাহমুদ রাসেলের ছেলে। তারা কোনাবাড়ীর হরিণাচালা এলাকায় মজিবুর খাঁনের বাসায় ভাড়া থাকতেন। 

নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত শনিবার বিকেলে বাসা থেকে নিখোঁজ হন শিশু বাইজিদ। পরে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার বাবা কোনাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। সোমবার ভোরে তাদের বাড়ির সিঁড়িতেই মরদেহ পড়ে থাকতে দেখেন বাড়ির লোকজন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু‘জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

/এনকে

Exit mobile version