Site icon Jamuna Television

আল-কায়েদার মতো রিজভী গোপন আস্তানা থেকে কর্মসূচির ঘোষণা দিচ্ছেন: তথ্যমন্ত্রী

আল-কায়েদার মতো গোপন আস্তানা থেকে কর্মসূচি ঘোষণা করছেন রিজভী। এমনটাই মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (১৩ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, অবরোধ ঘোষণার পর গাড়িতে আগুন দিচ্ছে বিএনপি। তবে আওয়ামী লীগ শান্তি চায়, সংঘাত নয়। তাই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ।

মন্ত্রী আরও বলেন, যতদিন বিএনপি আগুন সন্ত্রাস করবে, গ্রেফতার অভিযানও অব্যাহত থাকবে। এসময় নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেয়ার জন্য নেতাকর্মীদেরকে নির্দেশ দেন হাছান মাহমুদ।

এসজেড/

Exit mobile version