Site icon Jamuna Television

বাসে আগুন দেয়ার সময় ছাত্রদল নেতা আটক

রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় বাসে আগুন দেয়ার সময় ছাত্রদলের এক নেতাকে আটক করেছে র‍্যাব। সোমবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়। র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করেছে।

আটক ওই নেতার নাম মামুন মজুমদার। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

র‍্যাব জানায়, সকালে আব্দুল্লাহপুরে প্রজাপতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালানোর চেষ্টা করে মামুন। এ সময় র‍্যাব সদস্যরা তাকে আটক করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

/এনকে

Exit mobile version