Site icon Jamuna Television

ভূমধ্যসাগরে হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ মার্কিন সেনা নিহত

ভূমধ্যসাগরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ৫ মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। রোববার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এক বিবৃতিতে তারা জানায়, শুক্রবার প্রশিক্ষণের সময় ঘটে এ দুর্ঘটনা। যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড জানায়, তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে অঞ্চলটিতে। একদিন আগেই সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের খবর জানায় মার্কিন সামরিক কমান্ড। দাবি করা হয়, কোনো হামলা নয় বরং যান্ত্রিক ত্রুটির কারণে সেটি বিধ্বস্ত হয়েছে।

তবে বিস্তারিত কিছু জানা যায়নি। এক মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলা শুরুর পরই ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলীয় জলসীমায় দুটি বিমানবাহী রণতরী মোতায়েন করে যুক্তরাষ্ট্র।

এটিএম/

Exit mobile version