Site icon Jamuna Television

গাজায় দ্বিতীয় দফায় বিমান থেকে চিকিৎসা সরঞ্জাম পাঠালো জর্ডান

গাজায় দ্বিতীয়বারের মতো বিমান থেকে চিকিৎসা সরঞ্জাম ফেলেছে জর্ডান। এ তথ্য জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। দেশটির এ পদক্ষেপে সংযুক্ত আরব-আমিরাত ও কাতার সহায়তা করেছে বলেও জানানো হয়েছে। খবর ওয়াল স্ট্রিট জার্নাালের।

শনিবার ছোট একটি বিমান থেকে প্যারাসুটের সাহায্যে গাজায় চিকিৎসা সামগ্রী পৌঁছে দেয়া হয়। উপত্যকার জর্ডান হাসপাতালের মাঠে জরুরি এসব পণ্য নামে।

এর আগের বার জর্ডান থেকে আসা ত্রাণ সামগ্রী তল্লাশি করলেও এবার তা করেনি ইসরায়েলি বাহিনী। গাজায় প্রবেশ করা সব ত্রাণ সহায়তা ইসরায়েলের নজরদারির মধ্যে দিয়ে যেতে হবে বলে জানিয়েছিল তেলআবিব। উপত্যকায় যাতে কোনো অস্ত্র না ঢুকতে পারে তা নিশ্চিতে এমন তৎপরতা।

এসজেড/

Exit mobile version