Site icon Jamuna Television

১৫ ও ১৬ নভেম্বর সর্বাত্মক অবরোধ: কর্নেল (অব.) অলি

কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। ছবি: সংগৃহীত

বিএনপির সমর্থনে আগামী বুধ ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ নভেম্বর) ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য এলডিপি নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।

সোমবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে শান্তিপূর্ণভাবে বিএনপির ডাকা এই অবরোধ কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানান তিনি।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে কর্নেল (অব.) অলি বলেন, মেহেরবানি করে আপনারা অবরোধ পালন করুন। কিছু দিনের জন্য গাড়ি বের করবেন না। রাস্তায় দাঁড়িয়ে এই সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করুন। প্রয়োজনবোধ করলে আমাদের কর্মসূচিতে যোগদান করুন। ইনশাআল্লাহ বিজয় আসবে।

/এএম

Exit mobile version