Site icon Jamuna Television

ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক নান্নুর বাসায় চুরি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নুর বাসায় চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টার দিকে মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে নান্নুর বাসা দেখভাল করতে যান তার এক স্বজন।

বাসার প্রধান দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে আশপাশের মানুষজনকে নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন তিনি। ভেতরে ঢুকে দেখা যায়, প্রতিটি রুমে জিনিসপত্র এলোমেলো ও জানালার গ্রিল কাটা। কখন-কিভাবে চুরি হলো তা টের পাননি প্রতিবেশিরা। এশিয়া কাপের জন্য সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন নান্নু। আজ তার দেশে ফেরার কথা রয়েছে।

যমুনা অনলাইন: এফএম

Exit mobile version