Site icon Jamuna Television

আমিরাতের মর্গে ২৫ দিন ধরে পড়ে আছে প্রবাসীর মরদেহ

ইসমাইল খান।

সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালের মর্গে প্রায় ২৫ দিন ধরে পড়ে আছে ইসমাইল খান (৩৪) নামে এক প্রবাসীর মরদেহ। গত ১৯ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার হর্নি দুর্গাপুরের মৃত আবদুর রশিদের ছেলে ইসমাইল। তার মরদেহ বর্তমানে দেশটির শারজাহ কুয়েতি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্বামীর লাশ দেশে ফেরানোর আকুতি জানিয়ে রাজিয়া সুলতানা বলেন, এই লোকটাকে আপনারা একটু পাঠান। তার কবরের পাশে যেন একটু দাঁড়াতে পারি। যেভাবে হোক, আপনারা তাকে পাঠানোর ব্যবস্থা করুন।

রাজিয়া জানান, প্রায় ৭ লাখ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে ছয় মাস আগে আমিরাতে পাড়ি দেন ইসমাইল খান। যেখানে শুধু বিদেশ যাওয়ার উদ্দেশ্যে ঋণ ছিল ৫ লাখ টাকা। আয় রোজগার করে এই ঋণ পরিশোধের কথা ছিল তার। আকস্মিক এই মৃত্যুতে এলোমেলো হয়ে গেলো সবকিছু। এখন ঋণের টাকার জন্য পাওনাদাররা প্রতিনিয়ত বাড়িতে ভিড় করছে।

স্থানীয় প্রবাসী জাহাঙ্গীর আলম রুপু জানিয়েছেন, দেশে জীবিকা নির্বাহের পথ না পেয়ে সুখের সন্ধানে আমিরাতে পা রাখেন ইসমাইল। কিন্তু দেশটিতে কর্মহীন অবস্থায় তার লম্বা সময় কেটে যায়। নতুন ভিসা নিয়ে কাজ শুরু করার মাত্র কিছুদিনের মাথায় তার মৃত্যু হয়।

/এএম

Exit mobile version