Site icon Jamuna Television

পিটার হাসকে হুমকি: চেয়ারম্যান মুজিবুলের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেয়ার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে করা মামলার খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার (১৩ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম ফারজানা শাকিলা সুমু চৌধুরী এ আদেশ দেন।

এরআগে বাদী হয়ে আদালতে এ মামলা করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপটার এর প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে মামলাটি আমলে নেয়ার মতো কোনো উপাদান না থাকায় তা খারিজ করে দেন।

এ মামলার অন্য আসামিরা হলেন চাম্বল ইউনিয়ন পরিষদের ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাত, এহছান, ফরহাদ, নাছির ও সাইফুল।

মামলার আর্জিতে বলা হয়, গত ৬ নভেম্বর বাঁশখালীর এক জনসভায় মুজিবুল হক চৌধুরী সব আসামির উপস্থিতিতে এবং সহযোগিতায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেন। তিনি পিটার হাসকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন এবং অশালীন মন্তব্য করেন, যা ৮ নভেম্বর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কেও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা হাজার কোটি টাকার মানহানির শামিল বলে উল্লেখ করা হয়।

এর আগে গত ৬ নভেম্বর বিএনপির হরতাল-অবরোধবিরোধী এক সভায় দেয়া বক্তব্যে রাষ্ট্রদূত হাসকে ‘পেটানোর’ হুমকি দেন মুজিবুল হক চৌধুরী। তিনি বলেন, পিটার হাস, আমরা আপনাকে ভয় পাই না। আমরা মোটা চালের ভাত খাই। আপনি বিএনপির ভগবান। কিন্তু আমরা আওয়ামী লীগ ঈমান বেচি না। আপনাকে এমন মারা মারব, বাঙালি কত দুষ্টু তখন বুঝতে পারবেন।

বিষয়টি নিয়ে তুমুল আলোচনা হলে গত ৯ নভেম্বর রাতে চেয়ারম্যান মুজিবুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসজেড/

Exit mobile version