Site icon Jamuna Television

সন্ধ্যায় শনির আখড়ায় যাত্রীবাহী বাসে আগুন

ফাইল ছবি।

রাজধানীর শনির আখড়ায় মৌমিতা পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিনে সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

সন্ধ্যা সোয়া ৬টা ১৬ মিনিটে আগুনের এই ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস। শনির আখড়া চৌরাস্তা ব্রিজের ওপর বাসটিতে আগুন দেওয়া হয়।

খবর পেয়ে আগুন নেভাতে পোস্তাগোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়, চতুর্থ দফা এই অবরোধে ১৪টি অগ্নিসংযোগের খবর পেয়েছে তারা। গত রোববার (১২ নভেম্বর) রাত সাড়ে তিনটা থেকে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে এসব আগুনের খবর পায় সংস্থাটি।

/এমএন

Exit mobile version