Site icon Jamuna Television

ডেঙ্গু কেড়ে নিলো আরও ৮ জনের প্রাণ, হাসপাতালে ১৭৪০

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। রোববার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৪০ জন ডেঙ্গুরোগী।

সোমবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৩০ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৪১০ জন। আর মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২ জন এবং ঢাকার বাইরের ৬ জন।
চলতি বছরে এখন পর্যন্ত দুই লাখ ৯৩ হাজার ৫৭২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৩ হাজার ৯০৮ জন। আর এক লাখ ৮৯ হাজার ৬৬৪ জন ঢাকার বাইরের।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে দুই লাখ ৮৬ হাজার ৭১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি ঘটেছে এক হাজার ৪৮৪ জনের।

/এমএন

Exit mobile version