Site icon Jamuna Television

পরী মেজো, তমা সেজো, পূজা আমার ছোট বোন: অপু বিশ্বাস

পরীমণি মেজো, তমা সেজো, পূজা আমার ছোট বোন। আমার বোনগুলো সুন্দর, তাই আমিও সুন্দর। বলেছেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস।

সোমবার (১৩ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

অপু বলেন, আমরা একে অপরের সাথে সর্বদা যোগাযোগ রাখি। ফোনে কথা হয়। ওরা সন্তান নিয়ে মাঝেমাঝে অনেক কিছু বুঝে উঠতে পারে না। তখন আমাকে ফোন করে জানতে চায়। আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয় বিধায় সম্পর্কটাও সুন্দর আছে।

পাশে থাকা পূজা চেরি বলেন, আমি অপুদি’র ছোট বোন। আমরা প্রথম বারের মতো একসাথে ইন্টারভিউ দিচ্ছি আজ। ‘ঢালিউড কুইন’ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে পূজা বলেন, ঢালিউড কুইন একজনই। আর তিনি হলেন অপু বিশ্বাস।

পূজা চেরি সম্পর্কে অপু বিশ্বাস বলেন, ‘নূরজাহান’ সিনেমায় পূজা যা অভিনয় করেছে, তা হয়তো আমিও করতে পারতাম না। একজন পরিপূর্ণ নায়িকার সংজ্ঞা বলতে গেলে আমি পূজা চেরির কথাই বলব।

/এএম

Exit mobile version