Site icon Jamuna Television

ঢাকায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

রাজধানীর খিলক্ষেত এলাকায় পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ওপর হামলার ঘটনা ঘটেছে। আহতের নাম মফিজুল ইসলাম, তিনি খিলক্ষেত থানার উপপরিদর্শক।

সোমবার (১৩ নভেম্বর) রাতে দায়িত্বরত অবস্থায় তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।

সোমবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন, খিলক্ষেত থানা পুলিশের এক সদস্যকে ছুরিকাঘাত করা হয়েছে এমন একটি ঘটনা জেনেছি। আহত পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। সর্বশেষ অবস্থা সম্পর্কে বলতে পারছি না। এ নিয়ে আমরা কাজ করছি।

/এমএন

Exit mobile version