
ফাইল ছবি
ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার ৭ লাখের বেশি শিশু বাস্তচ্যুত হয়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক কমিশন (ইউনিসেফ)। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৪ হাজার ৬শ’র বেশি। এখনো নিখোঁজ ১৩শ’র ওপর। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরবাড়ির নিচে চাপা পড়ে আছে তাদের মরদেহ।
জাতিসংঘের হিসেবে, ইসরায়েলি বর্বরতায় গাজায় প্রতিদিন গড়ে ১৮০ শিশুর মৃত্যু হচ্ছে। ধ্বংস হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, গুড়িয়ে গেছে শরণার্থী শিবির। সে কারণে, অনিশ্চয়তায় বিপুল সংখ্যক ফিলিস্তিনি শিশুর ভবিষ্যৎ।
/এনকে
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply