Site icon Jamuna Television

জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি তাণ্ডব

ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত একটি বাড়ির ভিতরে লোকজন ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করছে। ছবি: আরব নিউজ।

গাজার শরণার্থী শিবিরগুলোয় চলছে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতভর জাবালিয়া ক্যাম্পে চলে তাণ্ডব। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম উইওন নিউজ এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। জাবালিয়া সার্ভিসেস ক্লাবের পাশে একটি ঘনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করে চালানো হয় এই হামলা।

বিমান হামলার পাশাপাশি ড্রোন থেকেও ছোঁড়া হয় মিসাইল। ধ্বংস করা হয় শরণার্থী শিবিরের অন্তত ১২টি স্থাপনা। মৃতদের উদ্ধার করতে পর্যাপ্ত সরঞ্জাম ছাড়াই চলছে উদ্ধার কাজ।

গাজায় স্থল অভিযানের সময় ইসরায়েলি সেনাদের গুলি চালানোর সময় তোলা একটি ছবি। উইওন নিউজ।

এদিকে, ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের প্রতিনিধি জানিয়েছেন, বুধবারের মধ্যে উপত্যাকায় জ্বালানি না পৌঁছালে সব কার্যক্রম বন্ধ করতে হবে সংস্থাটির। ইসরায়েলি তাণ্ডবে এখন পর্যন্ত ১১ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে গাজায়।

/এআই

Exit mobile version