Site icon Jamuna Television

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২

অটোরিকশায় বহন করা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে রাস্তায়। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঘটা এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উপজেলার সুফিয়া রোডে একটি গাছবাহী পিকআপ ও দুটি বেকারি পণ্যবাহী ভ্যানগাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ও ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।

নিহতরা হলেন, পিকআপ চালক ইকবাল হোসেন ও মো. ফরিদ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছে।

হাইওয়ে পুলিশের কর্মকর্তারা বলছেন, চালক ঘুমচোখে গাড়ি চালানোয় এমন দুর্ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। তবে ঘটনার পরপরই কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। চালকের সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

/এএম

Exit mobile version