Site icon Jamuna Television

বিএনপির নৃশংসতা গণতন্ত্রের জন্য হুমকি: নানক

বিএনপির নৃশংসতা উন্নয়ন ও গণতন্ত্রের জন্য হুমকি। তাদের অবরোধ জনগণের বিরুদ্ধে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

মঙ্গলবার (১৪ নভেম্বর) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদপুরের কৃষি মার্কেটের পুনঃনির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।

এসময় নানক বলেন, বিদেশে বসে তারেক রহমান ষড়যন্ত্র করছেন। তিনি চান না বাংলাদেশ এগিয়ে যাক। চোরাগোপ্তা হামলা করে উন্নয়ন বাধাগ্রস্ত করা যাবে না বলেও জানান আওয়ামী লীগের এই সিনিয়র নেতা। নির্বাচন আওয়ামী লীগের জন্য অগ্নিপরীক্ষা বলেও মন্তব্য করেন তিনি।

এসজেড/

Exit mobile version