Site icon Jamuna Television

সংলাপে আপত্তি নেই, তবে কার সাথে তা নিয়ে প্রশ্ন আছে: পররাষ্ট্রমন্ত্রী

ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, গণতন্ত্র সমুন্নত রাখতে প্রয়োজনে সংলাপের বিষয়ে আপত্তি নেই। তবে কার সাথে সংলাপ তা নিয়ে প্রশ্ন আছে সরকারের।

যুক্তরাষ্ট্রের শর্তহীন সংলাপের প্রস্তাব প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মঙ্গলবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ কথা বলেন তিনি। এ-ও জানালেন, সরকার বন্ধু রাষ্ট্রের গঠনমূলক পরামর্শের মূল্যায়ন করবে।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের পাঠানো চিঠি প্রসঙ্গে এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, পৃথিবীর কোথাও সাজাপ্রাপ্ত আসামি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ পায় না। এরইমধ্যে ওই চিঠির জবাব পাঠানো হয়েছে।

/এমএন

Exit mobile version