Site icon Jamuna Television

ভরাডুবির ভয়েই বিএনপি নির্বাচনে আসতে চায় না: আমু

নির্বাচনে আসলে ভরাডুবি হবে, এই ভয়েই বিএনপি নির্বাচনে আসতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরে ১৪ দলের শান্তি সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমির হোসেন আমু বলেন, বিএনপি নির্বাচন বানচাল করতে চক্রান্ত করছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চালাচ্ছে তা জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র। এ চক্রান্ত থামিয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

১৪ দলের এই সমন্বয়ক আরও বলেন, খালেদা জিয়া রাজাকারদের সাথে নিয়ে দল গঠন করে প্রমাণ করেছে, ’৭১ এর পরাজিত শক্তিকে সাথে নিয়ে রাজনীতি করা। সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা চললেও বাংলাদেশ মুখ থুবড়ে পড়েনি।

/এমএন

Exit mobile version