Site icon Jamuna Television

সভ্যতা ও পৃথিবীর স্বার্থে এই যুদ্ধে জিততে হবে আমাদের: নেতানিয়াহু

সভ্যতা ও পৃথিবীর স্বার্থে হামাসের বিপক্ষে এই যুদ্ধে জিততে হবে আমাদের। আমরা যদি এখন না জিততে পারি, তাহলে এর পরে আক্রান্ত হবে ইউরোপ ও আমেরিকা। এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর ফক্সনিউজের।

সোমবার (১৩ নভেম্বর) ফক্সনিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আমেরিকাকে ইঙ্গিত করে এসব কথা বলেন তিনি।

নেতানিয়াহু বলেন, হামাসের মূলোৎপাটন না করা পর্যন্ত অভিযান থামাবে না তেল আবিব। কোনো সাময়িক অভিযান নয়, পুরোপুরিভাবে এটি একটি যুদ্ধ।

নেতানিয়াহু আরও বলেন, হামাসকে পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত আমরা থামবো না। ছেড়ে দিলে ওরা আবার আমাদের ওপর চড়াও হবে। সেটি ঘটতে দেয়া যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

/এএম

Exit mobile version